Dr. Neem on Daraz
Victory Day

বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৯:২৪ এএম
বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

ছবি সংগৃহীত

ঢাকাঃ বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকসহ দুটি কোম্পানি বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে।

এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বুধবারের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ডাচ-বাংলা ব্যাংককে বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে। এই বন্ডের প্রতি ইউনিটের দাম হবে এক লাখ টাকা; মেয়াদ হবে সাত বছর।

ব্যাংকটি জানিয়েছে, বন্ডের মাধ্যমে তোলা টাকা দিয়ে ‘ব্যবসার মূলধন ভিত্তিকে শক্তিশালী’ করার লক্ষ্যে তাদের। বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড কিনতে পারবে।

এটি হবে নন কনভার্টেবল বন্ড, অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না এবং এই বন্ডের টাকা তুলতে কোনো জামানত জমা দেওয়া হয়নি।

এই বন্ডকে স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত করার শর্ত আরোপ করেছে বিএসইসি।

আগামীনিউজ/জেহিন  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে