Dr. Neem on Daraz
Victory Day

এবার রূপার দাম নির্ধারণ করলো বাজুস


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০, ০৪:৪৭ পিএম
এবার রূপার দাম নির্ধারণ করলো বাজুস

ছবি সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) প্রথমবারের মতো দেশের বাজারের রূপার দাম নির্ধারণ করে দিয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে এক হাজার ৫১৬ টাকা।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের মতো রূপাও চারটি ক্যারেটে আলাদা দামে বিক্রি করা হবে।

বাজুস-এর নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে