Dr. Neem on Daraz
Victory Day

ডিএসইতে বেড়েছে পিই রেশিও


আগামী নিউজ | অর্থনৈতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০, ০৩:৪৫ পিএম
ডিএসইতে বেড়েছে পিই রেশিও

ছবি : সংগৃহীত

ঢাকাঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে  দশমিক  ০৪ পয়েন্ট বা ৩ দশমিক ১৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই ছিল ১৩.০৬ পয়েন্টে। যা আগের সপ্তাহে ছিল ১২.৬৬ পয়েন্ট।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৩ পয়েন্টে। সিমেন্ট খাতের ৩২.২ পয়েন্টে, সিরামিকস খাতের ১৬৯.৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৯ পয়েন্ট, আর্থিক খাতের ৩৭.৩ পয়েন্ট, খাদ্য খাতের ১৭.৫ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতের ১৩.১ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১৬.২ পয়েন্ট, আইটি খাতের ১৯.৬ পয়েন্ট, পাট খাতের ৫৮.৬ পয়েন্ট, বিবিধ খাতের ৪৪ পয়েন্ট, কাগজ খাতের ৫৩.৮ পয়েন্ট, ওষুধ খাতের ১৭.৫ পয়েন্ট, সেবা-আবাসন খাতের ১৫.২ পয়েন্ট, ট্যানারি খাতের ৭৯.৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে  ১২.২ পয়েন্ট, বস্ত্র খাতের ১৭.১ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতের ২৭.৫ পয়েন্ট।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে