Dr. Neem on Daraz
Victory Day

অনলাইনে এডিবির বার্ষিক সভা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ১১:৩৫ এএম
অনলাইনে এডিবির বার্ষিক সভা

ছবি সংগৃহীত

ঢাকা: অনলাইনে শুরু হবে এশীয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা। সংস্থাটির ৫৩ তম বার্ষিক সভার দ্বিতীয় পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হবে। সভায় আনুষ্ঠানিক ব্যবসায়িক অধিবেশন ছাড়াও নানা বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করা হবে।

এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় যাতায়াতে বিধিনিষেধ রয়েছে। এর প্রভাব পড়ছে সবার উপর। কোভিড-১৯ এ অব্যাহত স্বাস্থ্যঝুঁকির ফলে দক্ষিণ কোরিয়া সরকার চায় না এই বৈঠক অনুষ্ঠিত হোক। কোরিয়া সরকার শারীরিকভাবে উপস্থিত হয়ে বৈঠক না করতে সম্মত হয়েছে বলে জানান এডিবি সেক্রেটারি ইউজেনু ঝুকভ।

অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে ৫৬তম বার্ষিক সভায় দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়ার জন্য দেশটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এডিবির পরিচালনা পর্ষদে প্রস্তাব বিবেচনা করা হবে।

আগামীনিউজ/এসএআই/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে