Dr. Neem on Daraz
Victory Day

‘জনগণের কাছে পৌছে যাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সুফল’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৫:২৩ পিএম
‘জনগণের কাছে পৌছে যাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সুফল’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের অর্জনের সুফল সমন্বিত প্রচেষ্টায় জনগণের কাছে পৌছে দিতে হবে। চৌকষ সাংবাদিকরা সরকারের কাজ দ্রুত এগিয়ে নিতে সহায়তা করে। সম্মিলিত উদ্যোগেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।’
 
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ‘ফোরাম ফর এনার্জি রিপোটার্স (এফইআরবি)’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জ্বালানি বিটের সাংবাদিকদেরও প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মশালায় বা সেমিনারে অংশ গ্রহণের সুযোগ থাকা উচিত। বিভিন্ন অবকাঠামো বা খনিসমূহ চাক্ষুস দেখে অনুসন্ধানী প্রতিবেদন এই খাতের জন্য ভালো হবে।’

এফইআরবি এর চেয়ারম্যান অরুণ কর্মকারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাহিরুল হক রুমেল, নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর, পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মাহফুজ মিশু, পরিচালক (ডাটা ব্যাংক) শাহেদ সিদ্দিকী, পরিচালক (বিনোদন ও কল্যাণ) সেরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোল্লাহ আমজাদ হোসেন, সদস্য সদরুল হাসান, সদস্য শাহনাজ বেগম ও সদস্য মামুন-উর-রশিদ। আরো মসৃনভাবে কাজ করার স্বার্থে কয়েকটি বিষয় এ সময় প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় সৃজনশীল কাজের তুলনামূলকচিত্র আলোচনা করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা অনুসন্ধানে সাংবাদিকদের আরো অবদান রাখার সুযোগ রয়েছে। আলোচনাকালে তিনি এফইআরবি এর সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

আগামীনিউজ/জুনায়েদ/ডলি/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে