ঢাকা : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) অর্থ পাচার সংক্রান্ত কোনো তথ্য তাঁর জানা নেই।
বুধবার (৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গতকাল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে উল্লেখ করেছে গত সাত বছরে বাংলাদেশ থেকে পাঁচ হাজার ২৭০ কোটি ডলার পাচার হয়েছে। স্থানীয় মুদ্রায় যা সাড়ে চার লাখ কোটি টাকা। যা দেশের চলতি বছরের (২০১৯-২০২০) জাতীয় বাজেটের প্রায় সমান। প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় ৬৪ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ‘জিএফআই’র অর্থপাচারের প্রতিবেদনের তথ্য আমার নলেজে নেই। তাদের কাজই হলো এই সমস্ত তথ্য বের করা, তথ্য বিশ্লেষণ করা। জিএফআই’র যদি কোনো বক্তব্য থাকে তাহলেতো আমাকে জানাবে! পত্রিকায় এই সমস্ত তথ্য দিয়ে কি লাভ।’
অর্থমন্ত্রী বলেন, ‘জিএফআই আমাকে দেখতে পারে না। সরকার দেখতে পারে না? আইডিয়া থেকে অনেক কিছু বলা যায়। তারা আইডিয়ার উপরে এই সংক্রান্ত প্রতিবেদন দিয়েছে। আইডিয়া দিয়ে অনেক কিছু করা যায়। যেহেতু বিষয়টা জানিনা এই বিষয়ে কিছু বলবো না। তারা এই তথ্য কোথায় পেয়েছে? আমি বলে দিলাম বছরে আমেরিকা থেকে ৩০ হাজার লাখ কোটি টাকা পাচার হয়ে যায়। তাহলেই হয়ে গেলো?’ প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।
টাকা পাচারে কোনো পদক্ষেপ নেবেন কি? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে মামলা ছাড়া কি করতে পারি। কারোর কিছু অপরাধ আসলে মামলা করি। মামলে করলে দুদক থেকে শুরু করে সরকারের অন্যান্য তদন্ত সংস্থা ব্যবস্থা নিয়ে থাকে। কাউকে জেলে পাঠায়, কেউ আবার মুক্তি পায়।’
আগামীনিউজ/মিঠু/সবুজ