Dr. Neem on Daraz
Victory Day

৭ দিন পর পুঁজিবাজারে সূচক বাড়ল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৮:২৩ পিএম
৭ দিন পর পুঁজিবাজারে সূচক বাড়ল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বেড়েছে। টানা সাত কার্যদিবসে দরপতনের পর সোমবার (২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সূচক বৃদ্ধি হয়। তারপর রোববার পর্যন্ত টানা সাত কার্যদিবস দরপতন চলে।

ডিএসই ও সিএসইর তথ্যানুযায়ী ব্যাংক, বিমা এবং বস্ত্র খাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৯ এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৭ লাখ ৭ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৯টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ ৬৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।


আগামীনিউজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে