Dr. Neem on Daraz
Victory Day

অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী শ্রীলংকা 


আগামী নিউজ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৭:২৭ পিএম
অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী শ্রীলংকা 

ঢাকা : বাংলাদেশের অটোমোবাইল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে শ্রীলংকা ভিত্তিক ডেভিড পিয়েরিস মটর কোম্পানি (প্রাইভেট) লিমিটেড।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশের রানার মটরস লিমিটেডের সাথে অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগের আগ্রহের কথা জানান।

সাক্ষাতকালে প্রতিনিধিদল বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করেন। এসময়ে তাঁরা ট্যাক্স বেনিফিট, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস, রফতানিসহ বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিয়মকালে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাংলাদেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে অর্থনীতিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তারুণ্য শক্তির অমিত সম্ভাবনার দেশ, আমাদের রয়েছে বিশাল বাজার সেইসাথে শতভাগ রফতানির সুবিধা।

এসময়ে ডেভিড পিয়েরিস গ্রুপের চান্না রানাওয়াকা ও রামলি মোহাম্মদ অটোমোবাইল খাত ছাড়াও তথ্য প্রযুক্তি, আধুনিক জৈব কৃষিসহ অর্থনৈতিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন।  

এ সময়ে রানার গ্রুপের কো-অর্ডিনেটর মো. আমিনুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিডার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে