Dr. Neem on Daraz
Victory Day

বীমা খাতের আয় বেড়েছে ৯১ কোটি টাকা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০১:৩৪ পিএম
বীমা খাতের আয় বেড়েছে ৯১ কোটি টাকা

ঢাকা : ২০১৯ সালে বাংলাদেশের বীমা খাতের আয় বেড়েছে ৯০ কোটি ৭৯ লাখ টাকা। জীবন ও সাধারণ বীমা চুক্তির প্রিমিয়াম থেকে এ আয় হয়েছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

উল্লেখিত বছর এ খাতের মোট আয় হয়েছে, ১ হাজার ৩২৯ কোটি ৯ লাখ ১ হাজার টাকা। এর মধ্যে জীবন বীমা (লাইফ ইন্স্যুরেন্স) কোম্পানিগুলোর আয় করেছে ৯৬০ কোটি ৮২ লাখ ২ হাজার টাকা। আর সাধারণ বীমা (নন লাইফ ইন্স্যুরেন্স) কোম্পানিগুলোর আয় হয়েছে ৩৬৮কোটি ২৭ লাখ টাকা।

এর আগের বছর (২০১৮) সালে গ্রস প্রিমিয়াম আয় করেছিলো ১ হাজার ২৩৮ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকা। এর মধ্যে জীবন বীমা কোম্পানিগুলোর আয় হয়েছিলো ৮৯৯ কোটি ২১ লাখ ৩ হাজার টাকা।আর সাধারণ বীমা কোম্পানি প্রিমিয়াম আয় হয়েছিলো ৩৩৯কোটি ৭ লাখ ৯ হাজার টাকা।

বর্তমানে দেশে সরকারী দুইটিসহ সাধারণ ও জীবন বীমার ৭৯টি কোম্পানি কার্যক্রম রয়েছে।

আগামীনিউজ/জুনায়েদ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে