Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাসের প্রভাবে আদা ও রসুনের বাজার চড়া


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২০, ১২:১৮ পিএম
করোনাভাইরাসের প্রভাবে আদা ও রসুনের বাজার চড়া

ঢাকা : চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজের পর এবার নতুন করে বাড়তে শুরু করেছে আদা ও রসুনের দাম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, কল্যাণপুর, মোহাম্মদপুর ও কারওয়ান বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বাজার ভেদে রসুনের দাম বেড়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আদার দাম বেড়েছে কেজিতে ২০-২৫ টাকা।

মুদি বাজারের আড়ত পুরান ঢাকার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা যায়, চীন থেকে পণ্য না আসায় বেড়েছে আদা ও রসুনের দাম। চীনের করোনাভাইরাস স্থায়ী হলে এই দাম আরো বাড়তে পারে। বাজারের আমদানিকারক আমিনুর ইসলাম বলেন, ‘গত সপ্তাহে রসুন বিক্রি করছি ১২০ টাকা এই সপ্তাহে ১৮০ টাকা বিক্রি করতে হচ্ছে। আর আদা গত সপ্তাহে ছিলো ১১০ থেকে ১১২ টাকা যা এই সপ্তাহে ১৩০ থেকে ১৩৫ টাকা। এদিকে চীন থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আমদানি করা তুরস্ক ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি।

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে