Dr. Neem on Daraz
Victory Day

বিসিক চত্বরে চলছে পাঁচ দিনব্যাপী মধু মেলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৩:২৪ পিএম
বিসিক চত্বরে চলছে পাঁচ দিনব্যাপী মধু মেলা

ঢাকা : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিল বিসিক ভবন চত্ত্বরে চলছে পাঁচ দিনব্যাপী মধু মেলা। প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

মেলা সম্পর্কে প্রকল্প পরিচালক খন্দকার আমিনুজ্জামান বলেন, ‘প্রকল্পের আওতায় বিসিক দেশব্যাপী প্রায় ১৮ হাজার নারী ও পুরুষকে আধুনিক পদ্ধতিতে মৌ-চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষিতরা বর্তমানে মৌ চাষের মাধ্যমে মধু উৎপাদনে যথেষ্ট সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। মৌ-চাষীদের উৎপাদিত মধুর ব্যাপক পরিচিতি, বাজার সৃষ্টি এবং মধু ব্যবহার সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় দেশের বিভিন্ন এলাকার মৌ-চাষীদের উৎপাদিত মধু ২৪টি স্টলে বিক্রি ও প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আগামীনিউজ/জেএস/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে