ঢাকাঃ এখন থেকে যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ নেওয়া হবে বাধ্যতামূলকভাবে সেখানেই আয় জমার অ্যাকাউন্ট খুলতে হবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক থেকে বিভিন্ন খাতে প্রকল্প স্থাপনের জন্য ঋণ দেওয়ার পর ওই প্রকল্প থেকে প্রাপ্ত আয় বা সেল প্রসিড দিয়ে সংশ্লিষ্ট প্রকল্প ঋণের কিস্তি পরিশোধ করতে সংশ্লিষ্ট ব্যাংকে ‘স্ক্রো অ্যাকাউন্ট’বা ‘রেভিনিউ অ্যাকাউন্ট’খোলা হয়ে থাকে।
তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিচ্ছেন, সংশ্লিষ্ট প্রকল্প ঋণের আয় সে ব্যাংকে জমা করছেন না। ফলে একদিকে ঋণ আদায়ে ঝুঁকি বাড়ছে। আরেকদিকে ব্যাংক কর্তৃক যথাযথভাবে ঋণ তদারকি করা সম্ভব হচ্ছে না।
এরকম অবস্থায় প্রকল্প ঋণ আদায় ঝুঁকিমুক্ত রাখতে এবং ঋণ হিসাবের যথাযথ তদারকি নিশ্চিত করতে এখন থেকে সংশ্লিষ্ট ব্যাংকেই আয় বা সেল প্রসিড জমার অ্যাকাউন্ট খুলতে হবে। সিন্ডিকেটেড ফাইন্যান্সিং তথা কয়েকটি ব্যাংক মিলে অর্থায়ন করা প্রকল্প ঋণের ক্ষেত্রে লিড ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে।
ব্যাংক থেকে এ ধরনের ঋণ হিসাব নিয়মিত তদারকি করতে হবে। প্রকল্পের আয় ঋণের কিস্তির বেশি হলে অতিরিক্ত অংশ ঋণ দেওয়া ব্যাংকের অনাপত্তি নিয়ে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলা যাবে।
এমআইসি/