ঢাকা : রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতাকৃতরা হলো- মো. রুবেল সিকদার (২৫), মো. অনিক (২৯), মো. স্বপন (২৫) এবং কামাল হোসেন (২০)।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় ডাকাতদের কাছ থেকে ২ টি চাপাতি, ২ টি চাকু এবং ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৩ জানায়, ঢাকা মহানগরীর সুবজবাগ থানাধীন নাভানা সিলভার ডেল গেটের সামনে কতিপয় ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত জনসাধারনকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে ৩২-৩৩, উত্তর বাসাবো, ঢাকা এর গেটের সামনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ডাকাতির সাথে জড়িত।
আগামীনিউজ/মোরসু/এস