বরিশালঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পাতারহাট গোডাউনের জন্য আনা সরকারী বরাদ্দের এক হাজার বস্তা চাল জব্দ করেছে পুলিশ। আটককৃত চাল কালোবাজারে বিক্রির জন্য নদীপথে পাচারের সময় আটক করা হয়। পাশাপাশি চাল বহনকারী ট্রলার এবং জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ওইদিন দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদীপথে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল চাল বোঝাই ট্রলারটি। পথিমধ্যে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাটে আসলে স্থানীয়রা ট্রলারটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলার থেকে এক হাজার বস্তায় আনুমানিক ৫০ মেট্রিক টন চাল জব্দ ও চালক আব্দুস ছাত্তারকে আটক করে। আটককৃত চালের বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস ছাত্তার চাল পাচারের কথা স্বীকার করেছেন। জব্দ করা চালগুলো মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গোডাউনের।
আগামীনিউজ/জনী