Dr. Neem on Daraz
Victory Day

রূপগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২


আগামী নিউজ | নজরুল ইসলাম, রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৫:২২ পিএম
রূপগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জ:  জেলার রূপগঞ্জের র‌্যাবের  অভিযানে কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।  এসময় ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর একটি দল। এছাড়া মাদক পরিবহনের দায়ে একটি ট্রাক ও বস্তায় ভর্তি ১৩ টন মেলামাইন পারী জব্ধ করা হয়। 

মঙ্গলবার (৯ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ভুলতা এলাকার  একটি ফিলিং স্টেশনের সামনে থেকে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে তাদেরকে  মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহী গোদাবাড়ী থানার পূর্ব মেডিকেল পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে জিয়ারুল (৩৫) এবং যোদগোসাইদাশ এলাকার তরিকুল ইসলামের ছেলে জনি মিয়া (২২)।

মঙ্গলবার দুপুরে পাঠানো এক বার্তায় এসব কথা নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কর্মকর্তা জসিম উদ্দিন।

তিনি জানান,  তারা দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের নামে এসব অপকর্ম করে আসছিল। মেলামাইন পারী ভর্তি ট্রাক নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ১ কেজি ৭৫ গ্রাম হেরোইনসহ তারা আটক হয়। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা। 
র‌্যাব আরো জানায়,আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে