সিলেটঃ মাদক ব্যবসায় পুরুষের পাশাপাশি নারীরাও যে জড়িত এ খবর নতুন নয়। বরং দাপটের সঙ্গে ইয়াবা বাণিজ্য নিয়ন্ত্রণ করে কিছু সুন্দরী নারী। এবার সিলেটে ‘ইয়াবা সুন্দরী’ হিসেবে পরিচিত রোকসানা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাকৃত রোকসানা আক্তার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আবদুল হামিদ চৌধুরীর স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে শাহজালাল উপশহরের একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর একটি দল নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। ওই সময় রোকসানা আক্তারকে ২৮ হাজার ৮০০ ইয়াবাসহ আটক করা হয়। ‘ইয়াবা সুন্দরী’ হিসেবে পরিচিত রোকসানা দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতেন। উদ্ধার করা ইয়াবাসহ তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
আগামীনিউজ/এএইচ