Dr. Neem on Daraz
Victory Day

তুলা কারখানার শ্রমিককে কুপিয়ে জখম


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ১২:১৩ পিএম
তুলা কারখানার শ্রমিককে কুপিয়ে জখম

ছবি সংগৃহীত

নারায়নগঞ্জঃ পুর্ব শত্রুতার জের ধরে তুলা কারখানার শ্রমিক সালাউদ্দিন ওরফে ভুট্টু (৪৩)কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ সন্ত্রাসী শামীমগংদের বিরুদ্ধে।

গত (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার জনৈক আজাহার মিয়া ঔষধের দোকানের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে আহত অবস্থায় অবনতি ঘটতে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আহত শ্রমিক সালাউদ্দিন ভুট্টু ধামগড় ইউনিয়নের নয়মাটি ভাংতি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে আহতের বড় ভাই জালাল উদ্দিন মিয়া বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সন্ত্রাসী শামীমসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আহতের বড় ভাই জালাল উদ্দিন গনমাধ্যমকে জানায়, আমার ছোট ভাই তুলার কারখানার শ্রমিক সালাউদ্দিন ওরফে ভুট্টু সাথে একই এলাকার মৃত মজিদ মেম্বারের সন্ত্রাসী ছেলে শামীমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে একই এলাকার মগ্মা মিয়ার ছেরে রহিম বাদশার র্নিদেশে সন্ত্রামী শামীম ও তার দুই ভাই জাহিদ ও সাহেব মিয়া রক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিন উপর হামলা চালায়। ওই সময হামলাকারিরা সালাউদ্দিনকে বেদম ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে