Dr. Neem on Daraz
Victory Day
বন্দরে র‌্যাব-১১ এর অভিযান

অস্ত্র ও ইযাবাসহ গ্রেফতার ৫


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক , জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ১১:৫৫ এএম
অস্ত্র ও ইযাবাসহ গ্রেফতার ৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জঃ বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও ৩’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটকৃত নারীসহ ৫জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা রুজু করেছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজী নগর।

গত (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ আদমজী নগরের ডিএডি মোঃ আব্দুল্লাহ শেখ বাদী হয়ে বন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেন তিনি। যার মাদক মামলা নং-১৯(৯)২০ ও অস্ত্র মামলা নং- ২০(৯)২০। এদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন শুক্রবার দুপুরে আটককৃত নারীসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরন করেছে।

আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসীরা হলো বন্দর উপজেলার কেওঢালা এরাকার হাজী শফিউদ্দিন মিয়ার ছেলে চিহিৃত সন্ত্রাসী আমিনুল ইসলাম ওরফে শাহীন (৩৭) একই থানার ইমামেরকান্দি এলাকার অরেক মিযার ছেলে সাদেক হোসেন (৩০) ঢাকা ৪ মিরপুর এলাকার হোপস্কুল জনতা কলোনী এলাকার কবির হোসেন সাগর মিয়ার মেয়ে শ্রাবন ওরফে আকন (১৮) নোয়াখালি জেলার চাটখারী থানার খালিশপাড়া জম্মাদ্দার বাড়ী এলাকার জালাল আহাম্মেদের ছেলে ইয়াছিন আহাম্মেদ ওরফে জোনায়েদ (২২) ও চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার হরিপুর এলাকার আবুল কালাম শিকদারের ছেলে আশিকুর রহমান শিকদার রফে সাকিব (২২)।

জানা গেছে, র‌্যাব-১১ আদমজী নগরের ডিএডি মো: আব্দুল্লাহ শেখসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর উপজেলার কেওঢালা এলাকায় জনৈক আলফাজ উদ্দিনের চৌচালা টিনের ঘরে বিশেষ অভিযান চালায়। অভিযান কালে র‌্যাব-১১ তাদের দখল থেকে ২টি  চাইনিজ কুড়াল , ২টি স্টীলের চাকু, স্টীলের তৈরি ২টি ছুরি, ১টি রামদা, ১টি তরবারী, ১টি পিস্তলের কভার, ১টি হাসুয়া উদ্ধার করে। এবং আটকৃত ২নং আসামী সাদেকের দেখানো মতে তাদের দখল থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 
র‌্যাব জানায়,গ্রেপ্তারকৃতরা দূর্ধর্ষ পেশাদার সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজী, অপহরনের পর মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের অপরাধ সংগঠিত সুনির্দিষ্ট তথ্যসহ কিছু ছবি পাওয়ার পর দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে র‌্যাব।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে