Dr. Neem on Daraz
Victory Day

৪ ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০২০, ০৫:৫৩ পিএম
৪ ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

ঢাকা: অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর মিরপুর ১০ নাম্বরের চার ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আগামীনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নের্তৃত্বে বুধবার মিরপুর-১০ এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করে অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রয়ের অপরাধে মীর ফার্মা এর মালিক সাবিনা পারভিন (৪৫)’কে তিন লাখ টাকা, ফার্মা প্যালেস এর মালিক মো.শাহাদৎ হোসেন (৩৮)’কেদুই লাখ টাকা, মৌরি মেডিসিন এর মালিক মো.আমিনুল ইসলাম (৪০)’কে পাঁচ লাখ টাকা এবং পপুলার ড্রাগস হাউজ এর মালিক মো.আব্দুল আলী (৩০)’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আগামীনিউজ/এআর/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে