ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. শাহিন আলম এবং মো. শাহিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১টি পিকআপভ্যান ও ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যান তল্লাশি করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে র্যাব-২। র্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
এসপি মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানার বলাকা শপিং কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নেন র্যাব সদস্যরা।
পরে একটি পিকআপকপ ঘটনাস্থানে থামার সংকেত দিলে তারা না থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে দুজন। সে সময় তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য মতে পিকআপভ্যানের ভেতর অভিনব পস্থায় লুকিয়ে রাখা ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ক্রয় করে পিকআপভ্যান যোগে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করত।
আগামীনিউজ/আরিফ/এমআর