Dr. Neem on Daraz
Victory Day

নব্য জেএমবির নারী শাখার সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০২:৫৬ পিএম
নব্য জেএমবির নারী শাখার সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

ঢাকা : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (জাময়াতুল মুজাহেদীন বাংলাদেশ) নারী শাখার সেকেন্ড ইন কমান্ডকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃত হলেন, শিরিনা খাতুন ওরফে তাহসিন আব্দুল্লাহ (২৩)। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মুঠো ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯মার্চ) বিকাল ৪টায় রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল।

ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্র জানায়, সে নব্য জেএমবির নারী শাখার সেকেন্ড ইন কমান্ডার হওয়ার পর দীর্ঘদিন যাবত গোপনে অনলাইনে সদস্য সংগ্রহ, অনলাইনে জিহাদী ট্রেনিং ও হিজরতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলেন। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু ‍দুজানা ও আবু মোহাম্মদদের সাথে তার যোগাযোগ ছিল।

গ্রেফতারকৃত শিরিনা মতিঝল থানার একটি মামলার এজাহারনামীয় আসামী। শুক্রবার  (২০ মার্চ) ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/সুমন/হাসি    

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে