ঢাকা : রাজধানীর শ্যামলী থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-পশ্চিম বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতের নাম সুবর্না আক্তার (১৮)।
সোমবার (৯ মার্চ) বিকালে গোয়েন্দা-পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১০টায় সাভার থানার আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ৬ মার্চ মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা হতে তিন বছরের শিশু জান্নাতকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর জান্নাতের নানির মুঠোফোন নাম্বারে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। জান্নাতের মা দ্রুত বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করেন। এ সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা হয়।
গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, মামলার পর থানা পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে অপরাধীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। সেই সাথে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
আগামীনিউজ/সুমন/নুসরাত