Dr. Neem on Daraz
Victory Day

গন্তব্যে পৌঁছে দেয়ার নাম করে সর্বস্ব হাতিয়ে নেয় চক্র


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৩:৫৩ পিএম
গন্তব্যে পৌঁছে দেয়ার নাম করে সর্বস্ব হাতিয়ে নেয় চক্র

ঢাকা: ওদের পেশা রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকায় মাইক্রোবাস নিয়ে ওৎপেতে থাকা। তারপর সুযোগ বুঝে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তোলা। এরপর নির্জন কোনো স্থানে নিয়ে তার বা তাদের সর্বস্ব হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে রাস্তায় ফেলে দেয়া।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপরাধ কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস ও ৯টি ছিনতাইকৃত মুঠোফোন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে অভিযানে নেতৃত্ব দেয়া ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া পাঁচটায় ফকিরাপুলের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে ওই চক্রের সদস্য মো. জাকির হোসেন (৩০) ও মো. মফিজুল ইসলাম (৩২)-কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনকৃত (ঢাকা মেট্রো চ-১৩-৫৭০১) একটি নোহা মাইক্রোবাস ও ৯টি ছিনতাইকৃত মুঠোফোন উদ্ধার করা হয়। এ সময় তাদের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। যাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ।

তিনি বলেন, এই চক্রটি ঢাকা মহানগরসহ সাভার, হেমায়েতপুর, আশুলিয়া, নবীনগর, গাজীপুর, পূর্বাচল, ভুলতা, নারায়নগঞ্জ ও চিটাগং রোড এলাকায় অবস্থান করে। এরপর সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে তুলে নির্জন স্থানে নিয়ে তার সর্বস্ব নিয়ে এমনকি অনেক সময় তাদের জিম্মি করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

আগামীনিউজ/ সুমন/ হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে