Dr. Neem on Daraz
Victory Day

যুব মহিলা লীগ নেত্রী শামিমার ফ্ল্যাট থেকে অর্ধ কোটিরও বেশি টাকা উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৭:০৬ পিএম
যুব মহিলা লীগ নেত্রী শামিমার ফ্ল্যাট থেকে অর্ধ কোটিরও বেশি টাকা উদ্ধার

যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার ফ্ল্যাট থেকে অর্ধ কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল শাফী উল্লাহ বুলবুল ফার্মগেটে একটি প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে লে. কর্ণেল শাফী উল্লাহ বুলবুল জানান, আটককৃতদের প্রাথমিক স্বীকারোক্তির সূত্র ধরে রোববার ভোর চারটায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে অভিযান চালায় র‌্যাব।

তিনি আরো জানান, সেখানে তার বাসার ঠিকানা ছাড়া কোনো কিছু পাওয়া যায়নি। পরে সেই ঠিকানা অনুযায়ী ফার্মগেটের ইন্দিরা রোডস্থ ‘রওশন ডমিনো রিলিভো’ নামের বিশালবহুল ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল দামী বিদেশি মদ, নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, কিছু বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের ভিসা, মাস্টার ও এটিএম কার্ড ১০টি উদ্ধার করা হয়।  

উল্লেখ্য, যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) তাকে ও তার সহযোগীদের আটক করে র‌্যাব।

আগামীনিউজ/মহিন/নুসরাত/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে