Dr. Neem on Daraz
Victory Day

চুড়িহাট্টা ট্র্যাজেডি : ময়নাতদন্ত শেষ আগুনে পোড়া ৬৭ জনের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৮:২২ পিএম
চুড়িহাট্টা ট্র্যাজেডি : ময়নাতদন্ত শেষ আগুনে পোড়া ৬৭ জনের

ঢাকা : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা ট্র্যাজেডিতে আগুন পুড়ে মারা যায় মোট ৭১ জন। এর মধ্যে ৬৭ জনের মরদেহ শনাক্ত করার পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। বাকি ৪ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যান পরিবারের সদস্যরা। যেকোনো সময় তা পুলিশের কাছে হস্তান্তর করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, ‘ইতোমধ্যে ৬৭ জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে বিভিন্নভাবে ৪৫ জন শনাক্ত হয়। বাকি ২২ জনের ডিএনএ প্রোফাইলিং করা হয়। এর মাধ্যমে শনাক্ত করা হয় ১৯ জনকে। বাকি ৩ জনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’ গত সপ্তাহে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছেন বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সোহেল বলেন, ‘যারা এখনো তাদের স্বজনকে পাননি তারা ডিএনএ নমুনা দিয়ে যাননি। তারা নমুনা দিয়ে গেলে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদেরও শনাক্ত করা হবে।’

এত বড় একটি ভয়াবহ ঘটনার ময়নাতদন্তের প্রতিবেদন এত দেরিতে দেওয়া হচ্ছে কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা টিমওয়াইজ ময়নাতদন্ত সম্পন্ন করি। এর মধ্যে ডিএনএর স্যাম্পল সংগ্রহ করে সেগুলো সিআইডিতে পাঠানো হয়। ওইসব রিপোর্ট আসতে দেরি হওয়ায় এবং ময়নাতদন্তকারী টিমের কারো কারো বদলি হওয়ার কারণে রিপোর্ট প্রস্তুত হতে দেরি হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২০ জানুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত হন ৭১ জন।

আগামীনিউজ/রাফি/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে