ঢাকা : বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ জনকে জীবিত ও ১৫ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ ঘটনায় এখনো অনেক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও দু’জন শিশু রয়েছে। জীবিতদের মধ্যে ২৪ জন পুরুষ, ৪৬ জন মহিলা এবং ৩ শিশু রয়েছে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এই পর্যন্ত ৭৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড, নৌ-বাহিনী ও বিজিবি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ওই ট্রলারে শতাধিক যাত্রী ছিল, যারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও দু’জন শিশু রয়েছে।’
সেন্টমার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগর পথে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতর সংখ্যা বাড়তে পারে। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে।’
অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে এই দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। মৃত ব্যক্তিরা সবাই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগামীনিউজ/সুমন/সবুজ