ঢাকার বিভিন্ন স্থানে জমিসহ ২২টি বাড়ি রয়েছে। বিভিন্ন ব্যাংকে ৯১টি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ১১ লাখ টাকা রয়েছে। যা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ফ্রিজ (অবরুদ্ধ) করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
এর আগে, ক্যাসিনো-কাণ্ডের আলোচিত দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ ভোরে ঢাকার অদূরে কেরানীগঞ্জের শুভাঢ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, ক্যাসিনো কাণ্ডের পর এনামুল-রূপন কক্সবাজার হয়ে মিয়ানমার পালাতে চেয়েছিল। তাদের এ চেষ্টা ব্যর্থ হলে পরে তারা ঢাকায় তাদেরই এক কর্মচারীর বাসায় আত্মগোপন করেছিল। পরে জাল পাসপোর্টের মাধ্যমে বিদেশে পালানোর পরিকল্পনা করে।
ক্যাসিনোর সব সরঞ্জাম নেপাল থেকে নিয়ে আসা হয়েছে বলে তদন্তে সিআইডি জানতে পেরেছে।
উল্লেখ্য, গত বছর ২৪ সেপ্টেম্বর এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ জব্দ করে র্যাব। দুই ভাই ওয়ান্ডারার্স ক্যাসিনো ক্লাবের পরিচালক ছিলেন।
আগামী নিউজ/ মোরসু/ হাসি /এনএনআর