Dr. Neem on Daraz
Victory Day

শরীয়তপুরে হাতুরী দিয়ে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ


আগামী নিউজ | মোঃ জামাল হোসেন, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৪:২০ পিএম
শরীয়তপুরে হাতুরী দিয়ে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি: আগামী নিউজ

শরীয়তপুরঃ  জেলার সদর উপজেলার চর ডোমসার গ্রামের ছৈজদ্দিন সরদার ( ৮৫) নামের এক বৃদ্ধের কাছে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ও তাকে অপহরণ করে তুলে নিয়ে মারধর করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

পারিবারিক ও এজাহার সূত্রে জানাযায়, ছৈজদ্দিন সরদারের ছেলে মোঃ আলী সরদার বিদেশ থেকে লোক মারফত এক লক্ষ টাকা পাঠায়।

মঙ্গলবার (২৫ মে) বেলা তিনটার দিকে কোটা পাড়া থেকে সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে কোটা পাড়া ব্রিজের উত্তর পাড়ে চায়ের দোকানের সামনে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আনসার মোল্লা ও জাহাঙ্গীর খান ছৈজদ্দিন সরদারকে কথা বলতে ডেকে নিয়ে ইজি বাইকে অপহরণ করে তুলে নিয়ে যায় উত্তর পালং গ্রামের আবুল মাদবরের ভাড়া বাড়িতে।

আবুল মাদবরের বাড়িতে আনসার মোল্লার ভাড়া নেওয়া ঘরে তাকে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে যোগ হয় আছিমন ও সুরাইয়া নামের আরো দুই নারী, চারজনে মিলে বৃদ্ধ ছৈজদ্দিন সরদারকে লোহার রড হাতুরী দিয়ে পিটিয়ে তার মাথা হাঁটুসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জমখ করে মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

এরপর পালং মডেল থানার অন ডিউটি মোবাইল টিম খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে তাকে উত্তর পালং গ্রামের আবুল মাদবরের ভাড়া বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয় স্বজনের হাতে তুলে দিলে তারা ছৈজদ্দিন সরদারকে শরীয়তপুর সদর হাসপাতালে এনে ভর্তি করেন।

অপহরনকারী আনসার মোল্লা বিনোদপুর ইউনিয়নের গয়াতলা গ্রামের মৃত হাসমত মোল্লার ছেলে ও জাহাঙ্গীর খান শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের লাল চাঁন খানের ছেলে। এছাড়া আছিমন আনসারের স্ত্রী ও সুরাইয়া বেগম জাহাঙ্গীরের স্ত্রী বলে জানা যায়।

এ ঘটনায় আহতের ছেলে মোঃ আলীর স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে