Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় ২শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০৩:১১ পিএম
বগুড়ায় ২শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলা শহরে দুুইশো লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী।

মঙ্গলবার (১১মে) সকাল ৮টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের বিশেষ অভিযানে বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকায় রাস্তার উপর থেকে চোলাই মদসহ রাজেশ কুমার (৪৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজেশ কুমার শহরের চকসুত্রাপুর এলাকার মৃত নারায়ণ চন্দ্রের ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে ২শ লিটার চোলাই মদ, ১টি মোবাইল, ১টি সীম কার্ড ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে