Dr. Neem on Daraz
Victory Day

মোবাইল ছিনতাই চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৮:০৪ পিএম
মোবাইল ছিনতাই চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ডে অপেক্ষারত মানুষের কিংবা বাসের জানালা দিয়ে ‘ছো’ মেরে মোবাইল ছিনিয়ে নেয়া চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন, সোহেল মিয়া, হযরত আলী, সবুজ, জাহাঙ্গীর হোসেন, মফিজুল্লাহ, ইমন মিয়া, আনোয়ার হোসেন, ওয়াসিম হোসেন, রুবেল হোসেন, তোফাজ্জল হোসেন, আমিন, আতিকুল ইসলাম ও তরিকুল ইসলাম বাবু।

গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া বিভিন্ন ব্রান্ডের ১৮৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৫ লাখ টাকা মূল্যের স্যামসাং, আইফোন, নকিয়া, অপ্পো, হুওয়ায়ে, নকিয়া, মোটরলা ব্রান্ডের একাধিক ফোন রয়েছে। গ্রেপ্তারদের নামে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা ও এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে