Dr. Neem on Daraz
Victory Day

আলু ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৮:৩৩ পিএম
আলু ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুরে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে আলু বিক্রি করায় চার আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকালে উপজেলার ধাপেরহাটের ‘আর ভরসা’ কোল্ড স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

চার অসাধু ব্যবসায়ীরা হলেন, আফসার আলীকে ১০ হাজার, স্বপন মিয়াকে ১০ হাজার, আনারুল ইসলামকে ১০ হাজার ও গোবিন্দ চন্দ্র সাহার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ধাপেরহাটের আর ভরসা কোল্ড স্টোরের কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বিক্রি করছে এমন অভিযোগে অভিযান চালানো হয়।  পরে বেশি দামে আলু বিক্রির প্রমাণ মেলায় চার অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে