Dr. Neem on Daraz
Victory Day

ডাস্টবিন থেকে খণ্ডিত ‘পা’ উদ্ধার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০, ০৮:৫৪ এএম
ডাস্টবিন থেকে খণ্ডিত ‘পা’ উদ্ধার

ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর দারুস সালাম টাওয়ারের পাশের একটি ডাস্টবিন থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। তবে এই পা কোথা থেকে ডাস্টবিনে এলো তার হদিস করতে পারেনি দারুস সালাম থানার পুলিশ।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পায়ের খণ্ডিত ওই অংশটুকু উদ্ধার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, ‌‘দারুস সালাম টাওয়ারের আশপাশের মানুষ ৯৯৯ ফোন করে খণ্ডিত পা পড়ে থাকার কথা জানায়। তারপর ৯৯৯ থেকে আমাদেরকে জানানো হয়। সেখানে গিয়ে একটি ডাস্টবিনের ভেতরে আমরা পায়ের একটি অংশ দেখতে পাই। পায়ের ওই অংশ ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল।’

তিনি আরো বলেন, ‘তবে কে বা কারা ওই পায়ের অংশ ফেলে রেখে গেছে তা আমরা জানতে পারিনি এখনো। এই ঘটনায় কোনো মামলাও দায়ের করা হয়নি। কিন্তু আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এ ছাড়া শরীরের অন্য কোনো অংশ কোথায় আছে কি না তাও তদন্ত করে দেখা হবে। ব্যান্ডেজে মোড়ানো পা উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে