Dr. Neem on Daraz
Victory Day

ইয়াবাসহ আ.লীগ নেতা আটক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০, ০৫:০৫ পিএম
ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জঃ জেলায় ইয়াবাসহ মাহবুবুর রহমান (৪৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাহবুবুর রহমান সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জেসি রোড ধানবান্দি এলাকার আলী আকবর মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জ শহরের মাছিমপুর উত্তরপাড়ার আবুল হোসেনের বাড়ির পেছনে ইয়াবা কেনা-বেচার সময় মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে আসামিকে সদর থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে