ছবি : সংগৃহীত
ঢাকাঃ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে এসব পণ্য বিক্রি করে আসছিল চক্রটি।
নকল প্রসাধনী বিক্রির দায়ে একটি অপরাধী চক্রকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে, এপিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান, রাজধানীর গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকার বিপণী বিতানে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি দল রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অপরাধী চক্রের প্রধান সুধীর মন্ডলসহ ৭ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে প্রায় ৬ কোটি টাকার মালামালও জব্দ করা হয়। প্রসাধনীর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও মেশিন উদ্ধার করা হয়েছে।
আগামীনিউজ/এএইচ