Dr. Neem on Daraz
Victory Day
৭ জন গ্রেপ্তার

নকল প্রসাধনী বিক্রি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০, ০৪:৫৩ পিএম
নকল প্রসাধনী বিক্রি

ছবি : সংগৃহীত

ঢাকাঃ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে এসব পণ্য বিক্রি করে আসছিল চক্রটি।

নকল প্রসাধনী বিক্রির দায়ে একটি অপরাধী চক্রকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে, এপিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান, রাজধানীর গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকার বিপণী বিতানে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি দল রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অপরাধী চক্রের প্রধান সুধীর মন্ডলসহ ৭ জনকে গ্রেপ্তার করে।  

অভিযানে প্রায় ৬ কোটি টাকার মালামালও জব্দ করা হয়। প্রসাধনীর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও মেশিন উদ্ধার করা হয়েছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে