ফাইল ছবি
মাদারীপুর সদর উপজেলায় ফারজানা (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী নাছেরকে (২৬) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সদর উপজেলার সৈদারবালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সৈদারবালী এলাকার হেমায়েত হোসেন মাতব্বরের বাসায় বাবা, ভাই ও পুত্রসন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ফারজানা। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। বাসার পাশেই হায়দার কাজি জুট মিলে চাকরি করতেন ফারজানা। তার বাবা মাদারীপুর শহরে রিকশা চালান। ভাই ও ছেলে মাদরাসায় থেকে পড়াশোনা করতো।
৫-৬ দিন আগে তার বাবা গ্রামের বাড়ি ময়মনসিংহ যান। এ সময় বাসায় একাই ছিলেন ফারজানা। বুধবার রাতে ফারজানার বাসায় আসেন স্বামী। বৃহস্পতিবার দুপুরে স্বামী নাছের স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। বিষয়টি দেখে বাড়ির লোকজনের সন্দেহ হলে ঘরের ভেতরে গিয়ে দেখেন ফারজানা খাটের ওপর শুয়ে আছেন। কিন্তু তার কোনো সাড়া-শব্দ নেই। পরে স্বামীকে আটকে রেখে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নাছেরকে আটক করে পুলিশ। আটক নাছেরের বাড়ি ফরিদপুর জেলায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
আগামীনিউজ/জেএস