Dr. Neem on Daraz
Victory Day

বনানী থেকে বিদেশি মদসহ মাদককারবারী গ্রেফতার​​​​​​​


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৮, ২০২০, ১০:০৫ পিএম
বনানী থেকে বিদেশি মদসহ মাদককারবারী গ্রেফতার​​​​​​​

মাদক ও জব্দ প্রাইভেট কার

ঢাকাঃ  রাজধানীর বনানী এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সোমবার (৮ জুন) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে তার নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর বনানী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন কোম্পানির ৯৪ বোতল বিদেশী মদ ভর্তি প্রাইভেট কারসহ মাদক কারবারি মোঃ ইমাম হোসেন ওরফে মাসুম (৩০), কে গ্রেফতার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ রাজধানীর বনানী, গুলশান এবং বাড়িধারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় অসংখ্য মাদক মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

আগামী নিউজ/আরিফ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে