Dr. Neem on Daraz
Victory Day

বেশি দামে চাল বিক্রি করায় ১৪ লাখ টাকা জরিমানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৯:৫৭ পিএম
বেশি দামে চাল বিক্রি করায় ১৪ লাখ টাকা জরিমানা

ঢাকা : করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে পুঁজি করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে নিয়মিত অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ মার্চ) রাজধানীর বাবুবাজারে চালের আড়তে অভিযান চালায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এসময় ১১ আড়তদারকে ১৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স মায়া ট্রেডার্সকে জরিমানা ও সীলগালা করা হয়।

সারওয়ার আলম বলেন, গুটি কয়েক ব্যবসায়ী চাল মজুদ করে বাজারে মূল্যবৃদ্ধি করছে। ৫০ কেজির চালের বস্তায় ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকার বেশি নিচ্ছিল। এসব অভিযোগে ১১টি চালের আড়তদারকে ১৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে কালকের মধ্যে চালের দাম কমিয়ে ফেলবে।

তিনি আরো বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আগামীনিউজ/আরিফ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে