Dr. Neem on Daraz
Victory Day

করোনা কেন্দ্রিক ৪৫ লাখ টাকা জরিমানা র‌্যাবের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: মার্চ ১৯, ২০২০, ০৩:০৬ পিএম
করোনা কেন্দ্রিক ৪৫ লাখ টাকা জরিমানা র‌্যাবের

ঢাকা : করোনাকে কেন্দ্র করে স্যানিটাইজার, দ্রব্যের দাম বৃদ্ধি করার অপরাধে এখন পর্যন্ত ৪৫ লাখ টাকার উপর জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ডিরেক্টর এন্ড লিগেল মিডিয়া সারোয়ার বিন কাশেম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, সোশ্যাল মিডিয়াসহ করোনার ঘটনাকে কেন্দ্র করে যে গুজব রয়েছে তা প্রতিরোধ করতে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে। কয়েকটি সাইট ব্যবহার করে গুজব তৈরি করেছে এমন ২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। 

অহেতুক যারা করোনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াসহ যেখানেই গুজব সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। করোনার কারণে বাংলাদেশের লকডাউন করার পরিবেশ এখনো হয়নি।  

বাজার নিয়ন্ত্রণে র‌্যাব কাজ করছে। দেশের বাইরে থেকে যারা আসছে তাদের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।  

আগামীনিউজ/আরিফ/হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে