মুন্সিগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে ৪ কোটি ৮০ লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় নৌ পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে মুন্সিগঞ্জের মুক্তার পুর থেকে জালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া, কারেন্ট জাল তৈরির সুতার ববিন ৭ লাখ ৫০০ টি যার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা, কারেন্টজাল তৈরির রোলার ৪ টি যার মূল্য ২ লাখ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য- একশ’ ৪৪ কোটি ৯২ লাখ টাকা।
জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৭৫ লাখ ২৬ হাজার মিটার কারেন্ট জাল মামলার আলামত হিসেবে থানা হেফাজতে আছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জে সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
আগামী নিউজ/আরিফ/মামুন