Dr. Neem on Daraz
Victory Day

পাপিয়া ও তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৭:৩৩ পিএম
পাপিয়া ও তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

মাদক ও অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

তাদের দুজনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। সকল তফসিলি ব্যাংকগুলোকে ৭ দিনের মধ্যে তাদের লেনদেনসহ হালনাগাদ সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, পাপিয়া ও তার স্বামী সুমন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যক্তির নামে অ্যাকাউন্ট পরিচালিত হয়ে থাকলে চিঠি পাওয়ার ৭ দিনের মধ্য জানাতে হবে। তাদের লেনদেন ছাড়াও অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠাতে হবে।


আগামীনিউজ/মামুন
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে