Dr. Neem on Daraz
Victory Day

গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৭:১০ পিএম
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর গুলশানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর গুলশানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মীর নাহিদ আহসান বারিধারা পার্ক রোড, গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেট সংলগ্ন এলাকা এবং গুলশান ৪৮ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রায় শতাধিক অবৈধ সাইনবোর্ড, দোকান, স্থাপনা, টং ঘর ইত্যাদি উচ্ছেদ করা হয়। গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে একটি হোল্ডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোসলিনা পারভীনের পরিচালনায় গুলশান ৪৬ নম্বর সড়কে ডিএনসিসি নগর ভবনের মূল ফটকের বাম দিকে ডিএনসিসির জায়গা দখল করে রাখা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। এছাড়া নগর ভবনের সামনের রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং না করার জন্য মুচলেকা নেয়া হয়।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আগামীনিউজ/রাফি/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে