Dr. Neem on Daraz
Victory Day

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ফুটেজ সংগ্রহ পু‌লি‌শের, মামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ১২:৩৭ এএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ফুটেজ সংগ্রহ পু‌লি‌শের, মামলা

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার বংশালের নয়াবাজারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এঘনা ঘটে।

পুলিশ সদর দফতরের এআই‌জি মি‌ডিয়া এন্ড পিআর‌ মো. সো‌হেল রানা জানান,মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টায় কাস্টমস কতৃর্পক্ষ অবৈধ বন্ডের পেপার কাটির্সের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কিছু অজ্ঞাতনামা ব্যক্তি সংবাদ সংগ্রহে নিয়োজিত নিউজ ২৪ এর  রিপোর্টার এবং ক্যামেরাপারসনের ওপর অতর্কিত হামলা করে তাদের ব্যাবহৃত গাড়ি ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয়। 

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বংশাল থানার ওসি এবং ইন্সপেক্টর (অপারেশনস্) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চ্যানেলের ক্যামেরাটি উদ্ধার করেন। এ বিষ‌য়ে এক‌টি মামলা রুজু হ‌য়ে‌ছে।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদঘাটন অভিযান অব্যাহত রয়েছে।  এ বিষ‌য়ে পরবর্তী‌তে আপ‌ডেট জানা‌নো হ‌বে।


আগামীনিউজ/ রাফি/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে