Dr. Neem on Daraz
Victory Day

ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখুন : র‌্যাব


আগামী নিউজ প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৮:০৬ পিএম
ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখুন : র‌্যাব


ঢাকা : আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আগে ও পরে ৫ দিন ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া কাউকে চলাচল না করতে হুশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অনেক বহিরাগত সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী ঢাকায় আশ্রয় নিয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে তাদের ঢাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। একইসঙ্গে আগামী দুই দিন ঢাকার বাইরে থেকে কাউকে না আসার জন‌্যও অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারস্থ
র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে র‌্যাবের নেয়া নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বেনজির আহমদ বলেন, আমাদের কাছে তথ্য আছে, ঢাকার বাইরে থেকে অনেক দাগী ও চিহ্নিত অপরাধী ঢাকায় প্রবেশ করেছে। যারা নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র, পাড়া-মহল্লায় বিশৃঙ্খলা-সহিংসতা করতে পারে। এ কারণে ওইসব অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে নগরবাসীকে ভোটের দিন ছবিযুক্ত আইডি সঙ্গে রাখতে হবে। কেননা কাউকে সন্দেহ হলেই তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হবে।

মোরসু/এআর/আরআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে