Dr. Neem on Daraz
Victory Day

পাবনায় জাকের পার্টির ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


আগামী নিউজ | পাবনা জেলা, প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৬:৩০ পিএম
পাবনায় জাকের পার্টির ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

পাবনাঃ পাবনার ৫টি আসনের মধ্যে ৩টি আসনের জাকের পার্টির তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রবিবার (১৭ আগস্ট) তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, পাবনা-০১ আসনে মুকুল হোসেন (জাকের পার্টি), পাবনা-০৩ আসনে কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি) ও পাবনা-০৫ আসনে মফিজ উদ্দিন প্রামানিক (জাকের পার্টি)।

বর্তমানে পাবনার ৫টি আসনে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন মোট ৩২ জন প্রার্থী। এর মধ্যে পাবনা-০১ আসনে ৬ জন, পাবনা-০২ আসনে ৭ জন, পাবনা-০৩ আসনে ৭ জন, পাবনা-০৪ আসনে ৬ জন এবং পাবনা-০৫ আসনে ৫ জন।

পাবনা-০১ আসনে (সাঁথিয়া-বেড়ার একাংশ) ১. অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), ২. অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র) ৩. সরদার শাজাহান (জাতীয় পার্টি) ৪. শামসুল হক (ন্যাশনাল পিপলস পার্টি) ৫. পারভীন খাতুন (জাসদ) ৬. জয়নাল আবেদীন (তৃণমুল বিএনপি)

পাবনা-০২ আসনে (সুজানগর-বেড়ার একাংশ) ১. আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ) ২. কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনি (বিএনএম) ৩. মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি)  ৪. আজিজুল হক (ন্যাশনাল পিপলস পার্টি) ৫. শেখ আনিসুজ্জামান (জাসদ) ৬. আবুল কালাম আজাদ (তৃণমুল বিএনপি) ৭. মমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন)।

পাবনা-০৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর ) ১. আলহাজ্ব মকবুল হোসেন (আওয়ামীলীগ ও বর্তমান এমপি) ২. আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র) ৩. মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি) ৪. মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি) ৫. বেলাল মোল্লা (ন্যাশনাল পিপলস পার্টি) ৬. খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি) ৭. আবুল বাশার শেখ (জাসদ)।

পাবনা-০৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) ১. গালিবুর রহমান শরীফ (আওয়ামী লীগ) ২. বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক (জাসদ) ৩. রেজাউল করিম (জাতীয় পার্টি) ৪. মো. পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র)  ৫. মো. মনছুর রহমান (ন্যশনাল পিপলস পার্টি) ৬. মো: আতাউর রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ)

পাবনা-০৫ আসনে (সদর) ১. গোলাম ফারুক প্রিন্স (আওয়ামী লীগ ও বর্তমান এমপি) ২. আব্দুল কাদের খান (জাতীয় পার্টি) ৩. মো. জাকির হোসেন (ওয়ার্কার্স পার্টি) ৪. মো. আবু দাউদ (ন্যাশনাল পিপলস পার্টি) ৫. মো. আফজাল হোসেন বটু (তৃণমুল বিএনপি)।


শাহীন/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে