Dr. Neem on Daraz
Victory Day

কিশোরগঞ্জে ডিবি ভৈরবে ৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ২


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৮:৫২ এএম
কিশোরগঞ্জে ডিবি  ভৈরবে ৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ২

ফাইল ছবি

কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র)  মো: নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় (১১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুল ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করেন।

 

সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন একটি ডিআই পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামান এবং পিকআপ ট্রাকের ড্রাইভার ২ নং আসামী সাইফুল ইসলাম সাগর (২৮), পিতা-আক্তার হোসেন, সাং-চন্ডিবের উত্তরপাড়া (মাগন হাজীর বাড়ি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ  ও ২য় আরোহী ১নং আসামী মোঃ বিল্লাল  (১৯), পিতা -জলফু মিয়া,  সাং-ফুলতলী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে কৌশলে হেফাজতে গ্রহণ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাদের দখলে গাঁজা নামক মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করে ও তাদের নাম-পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে ১নং আসামীর দেখানো মতে পিকআপ ট্রাকের বডিতে একটি ত্রিপল দ্বারা আবৃত অবস্থায় থাকা সর্বমোট ৪৮ (আটচল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ০৮:৫০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় তাদের সহযোগী একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন। এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

এমএমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে