Dr. Neem on Daraz
Victory Day

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০২:১৮ পিএম
কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

রাঙ্গামাটিঃ টানা বৃষ্টি ও উজান পানির ঢলের কারণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের। রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিটই চালু করা হয়েছে। তবে সবকটি ইউনিট চালু করা হলেও উৎপাদন হচ্ছে সক্ষমতার অর্ধেক।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ।

তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়েছে। হ্রদে পানির পরিমাণ আরও বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে ৯০ দশমিক ৬০ মিনস সী লেভেল (এমএসএল) পানি থাকার কথা থাকলেও হ্রদে পানি রয়েছে ৮২ দশমিক ৯০ এমএসএল। সে হিসেবে স্বাভাবিকের চেয়েও কাপ্তাই হ্রদে কম পানি আছে। হ্রদে পানির ধারণ সক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল।

কন্ট্রোল রুম সূত্র আরও জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও বর্তমানে সব ইউনিট মিলে উৎপাদন হচ্ছে ১৩৫ মেগাওয়াট। রোববার সকাল ১০টা পর্যন্ত ১ নম্বর ইউনিটে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৬ মেগাওয়াট, ৪ নম্বর ও ৫ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে