Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ২১ জন শনাক্ত


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০১:৩৫ পিএম
টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ২১ জন শনাক্ত

টাঙ্গাইলঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেল তিনটার দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।

এদিকে জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ২ জন রয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।

শফিকুজ্জামান খান মোস্তফা/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে