পাবনার সাঁথিয়ায় দুর্ধর্ষ ডাকাতি ও অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলো বেড়া উপজেলার জোড়দহ গ্রামের সুজনের ছেলে রিফাত সর্দার (২১), একই গ্রামের রোশনাই সর্দারের ছেলে নজরুল ইসলাম (১৯), বাঙ্গাবাড়ি গ্রামের আব্দুল বাতেনের ছেলে সজিব (১৯), একই গ্রামের মৃত আ. খালেকের ছেলে শুভ (১৯), শানিলাশাহ পাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে শিমুল (১৯), টাংবাড়ী গ্রামের ফজলালের ছেলে বাপ্পি (২৫) ও মাষ্টিয়া গ্রামের সফি প্রামাণিকের ছেলে সুজন (২৬)।
এর আগেও ডাকাত দলের দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে নয়জনকে গ্রেফতার করা হলো। তবে তাদের মূলহোতা করমজা সরদারপাড়া গ্রামের আবদুল হকের ছেলে সুমন (২৩) এখনো ধরাছোঁয়ার বাইরে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এর আগে ক্রসফায়ারে নিহত মূলহোতা ডাকাত সর্দার ওয়ালীউল্লাহর ডান হাত ছিল সুমন। বর্তমানে কিশোর গ্যাংয়ের লিডার হয়েছে সে। তার নেতৃতেই সব অপকর্ম চলছে। এর আগে দুজনকে আটকের পর থেকে সুমন গা ঢাকা দিয়েছে। তবে তাকে আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগিই তাকে আটক করব।
আগামী নিউজ/আরএইচ/এসএম/এনএনআর