Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন রবিবার 


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ১২:১৬ পিএম
রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন রবিবার 

আগামীকাল রবিবার (২৬ জানুয়ারি) চালু হচ্ছে বহুল প্রত্যাশিত ফরিদপুর-ভাঙ্গা রেলপথ। টেলিকনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রায় ২৪ বছর পর ফের রাজবাড়ী এক্সপ্রেস নামে ২টি ট্রেন সকাল ও বিকাল দুইবার চলাচল করবে।

পদ্মাসেতু চালু হলে এই পথ দিয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে খুশি স্থানীয়রা।

ইতোমধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফরিদপুর-ভাঙ্গা রেলপথ পরিদর্শন করেছেন। রেলমন্ত্রী বলেন, ট্রেনটির নাম ছিল ফরিদপুর এক্সপ্রেস, প্রধানমন্ত্রী নিজ হাতে লিখে দিয়েছেন রাজবাড়ী এক্সপ্রেস। এটা এখন থেকে রাজবাড়ী এক্সপ্রেস নামে ভাঙ্গা থেকে নিয়মিত যাতায়াত করবে।

ফরিদপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, রেলপথটি চালু হলে সরকারের রাজস্বসহ স্থানীয়দের জীবনযাত্রা মান বাড়বে। এলাকার মানুষ উপকৃত হবে। রেলের রাজস্বও বৃদ্ধি পাবে। আমাদের সেবা জনগণের কাছে পৌঁছে দেবার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে