Dr. Neem on Daraz
Victory Day

ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০১:৪৭ পিএম
ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জঃ হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, পূর্ব বিরোধের জেরে সকালে বীরকাটিহারি মোড়লবাড়ি এলাকায় ঈদগাহে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও ৩৫ জন।

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, সংঘর্ষের পর আহত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে